Homeসব খবরবিনোদনকাউকে পাত্তা দেই না : শ্রাবন্তী

কাউকে পাত্তা দেই না : শ্রাবন্তী

কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের চেয়েও তার ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয় বেশি। বিশেষ করে তার প্রেম, বিয়ে-বিচ্ছেদ ও পোশাক নিয়ে প্রায়ই ট্রলের শিকার হন এই অভিনেত্রী।

এসব ট্রল ও সদ্য মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’ নিয়ে সম্প্রতি গণমাধ্যমকে শ্রাবন্তী বলেন, ‘আমার ন্যুডিটি আমার কনসার্ন, অন্য কারোর নয়। যারা এই সমালোচনা করে, তাদের নিজেদের জীবন নিয়ে ভাবা উচিত। তারপর অন্যকে জাজ করুক। মানুষ একটু বেশিই জাজমেন্টাল হয়ে যায়। ট্রল নিয়ে আমি আর বলতে চাই না, কাউকে পাত্তাও দিই না।’

এ সম্পর্কে তিনি আরও বলেন, ‘যে খোলামেলা পোশাক পরছে সে যদি কমফোর্টেবল হয়, তাহলে অন্যদের কথায় কিছু যায় আসে না। অনেকের হয়তো তাকে দেখতে ভালো লাগছে। হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না।’

গেল শুক্রবার (২০ জানুয়ারি) মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’। এতে প্রথমবারের মতো কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করছেন তিনি। এই সিনেমা দিয়ে দীর্ঘ বছর পর একসঙ্গে পর্দায় হাজির হলেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী।

Ads by Eonads

Advertisement