Thursday, October 6, 2022
Homeসব খবরবিনোদনকবে মা হচ্ছেন জানালেন পরীমনি

কবে মা হচ্ছেন জানালেন পরীমনি

কবে সুখবর দেবেন পরীমনি? জানাবেন প্রথম সন্তানের জন্মের খবর। ভক্তদের আর অপেক্ষায় না রেখে জানিয়েছেন মা হওয়ার সম্ভাব্য দিন-তারিখ। ঘরে নতুন অতিথির আগমন বার্তা আরও ভালো করে বুঝতে পারছেন পরীমনি। নতুন অতিথিকে বরণ করে নিতে বাড়িতেও ভিড় বাড়ছে। শাশুড়ি মা থেকে খালা সবাই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা থাকা সন্তানের জন্য চলছে কেনাকাটাও। সব মিলিয়ে বাড়িতে উৎসবমুখর পরিবেশ।

গত মঙ্গলবার স্বামী শরীফুল রাজকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরীমনি। চিকিৎসক জানিয়েছেন, পরী ও গর্ভের সন্তান সুস্থ আছে। সঙ্গে জানিয়েছেন বহুল প্রতীক্ষিত সেই দিন-তারিখও ২৮ আগস্ট পৃথিবীর আলো দেখতে পারে পরীমনির সন্তান। পরীমনি বলেন, চিকিৎসক ২৮ আগস্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য ডেট দিয়েছেন। নতুন অতিথিকে বরণ করতে শাশুড়ি মা, খালাসহ অনেকেই আমার বাসায়। এর মধ্যে রাজের দুটি সিনেমা (‘পরাণ’ ও ‘হাওয়া’) মুক্তি পেয়েছে। সিনেমা নিয়ে প্রচারণার ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে। সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুবই সুন্দর সময় পার করছি।

সন্তান ভূমি’ষ্ঠ হওয়ার সম্ভাব্য দিন যত কাছে আসছে, নতুন অতিথির আগমনী বার্তা তত ভালো করে টের পাচ্ছেন পরীমনি। তিনি বলেন, এখন তো সন্তানের আগমনী বার্তা স্পষ্টই বুঝতে পারি। মনে মনে সারাক্ষণ ওর সঙ্গে খেলি। এমন সুখের দিনগুলো যদি ফ্রেমে বন্দী করে রাখতে পারতাম! কয়েকটি দিনও দেরি সহ্য হচ্ছে না।

ছেলে না মেয়ে হবে, তা এখনো জানেন না পরীমনি ও রাজ। চিকিৎসকের মাধ্যমে জানার সুযোগ থাকলেও কৌতূহল দেখাননি তারকা দম্পতি। চমক হিসেবেই রাখতে চেয়েছেন। এ প্রসঙ্গে পরী বলেন, যখন সন্তান পৃথিবীতে আসবে, তখন জানাটাই আনন্দের হবে। তা ছাড়া এ বিষয় নিয়ে সবার কৌতূহল আছে। ছেলে হোক, মেয়ে হোক সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসবে, এটাই চাওয়া।

Advertisement