Homeসব খবরবিনোদন‘ওস্তাদের মাইর শেষ রাতে’

‘ওস্তাদের মাইর শেষ রাতে’

বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত এ ধারাবাহিকটির কাবিলাসহ শুভ, হাবু ভাই, পাশা ভাই নামের চরিত্রগুলোও যেনো দর্শকদের কাছে জীবন্ত হয়ে উঠেছে। অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলা চরিত্রে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ।

গত ম্যাচে মরুর বুকে প্রথম বিশ্বকাপে শেষ ১৬ নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পুরো সময়জুড়ে দাপট দেখালেও সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে কষ্টার্জিত জয় পায় সেলেসাওরা। ব্রাজিলের এই জয়ে ভক্ত হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন পলাশ। উন্মাদনা ছড়িয়ে দিতে তিনি লেখেন ‘ওস্তাদের মাইর শেষ রাইতে’। স্ট্যটাসটি দেওয়ার পরপরই তা ভাইরাল হয়ে যায়। ব্রাজিলিয়ান ভক্তরা মন্তব্য করতেই থাকেন। উল্লাসে মেতে ওঠেন ব্রাজিলের এই জয়ে।

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন জিয়াউল হক পলাশ। অভিনেতার বাইরে নির্মাতা হিসেবেও পরিচিত তিনি। ২০১৮ সালে নির্মাণ করেন প্রথম নাটক ‘ফ্রেন্ডস উইথ বেনিফিট’। এর পরে বছর ‘সারপ্রাইজ’ এবং ২০২০ সালে ‘ঘরে ফেরা’ নামের নাটক নির্মাণ করে প্রশংসিত হন তিনি।

Advertisement