Homeসব খবরবিনোদনএবার মাতৃত্বের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন পরীমণি

এবার মাতৃত্বের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন পরীমণি

বিচ্ছেদ নাটক শেষে স্বাভাবিক জীবন যাপনে ফিরে এসেছেন পরীমণি। সামাজিক মাধ্যমে দিচ্ছেন সন্তন রাজ্যের সঙ্গে সময় কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি। সেইসঙ্গে ব্যক্ত করছেন মাতৃত্বের অভিজ্ঞতা। এবার নেটমাধ্যমে সন্তানকে বুকের দুধ পান করানোর অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে পরীমণি জানালেন, স্তন্যপান মানেই দুধ খাওয়ানো নয়।

নিজের ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। সেখানে দেখা যাচ্ছে, রাজ্যের নরম হাতের মুঠোয় তার আঙুল। ক্যাপশন দেখে বোঝা গেছে সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময়কার ছবি এটি।

তিনি লিখেছেন, ‘স্তন্যপান মানে শুধুমাত্র সন্তানকে দুধ খাওয়ানো নয়, এর অর্থ হল সন্তানের সঙ্গে তার মায়ের যোগাযোগ তৈরি হওয়া। মায়ের সঙ্গে সন্তানের বন্ধন দৃঢ় হওয়া। মাতৃত্ব সুন্দর।’

মাতৃত্বজনিত কারণে বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন পরীমণি। পাঁচ মাস বয়সী পুত্র রাজ্যকে নিয়েই কাটে তার সময়। সন্তানকে এক মুহূর্তের জন্যও আড়াল হতে দেন না তিনি।

আগামী ২০ জানুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ছবিটির প্রচারণায় স্কুলে স্কুলে যাচ্ছেন পরীমণি।

Advertisement