Homeসব খবরবিনোদনএবার একসঙ্গে লাইভে এসে ‘ভুল’ ভাঙালেন শাবনূর-পূর্ণিমা

এবার একসঙ্গে লাইভে এসে ‘ভুল’ ভাঙালেন শাবনূর-পূর্ণিমা

দেশের সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় দুই তারকা শাবনূর ও পূর্নিমা। নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী শাবনূর ও নতুন দশকের পর্দা রাঙানো অভিনেত্রী পূর্ণিমার অভিনয় জীবন যতটা বর্ণাঢ্য, তাদের ভক্ত অনুরাগীর সংখ্যাও অগনিত। তবে প্রায়ই দুই তারকাকে নিয়ে কিছু গুঞ্জন ভেসে ওঠতে দেখা গেছে ইন্ডাস্ট্রিতে। নিজেদের রাজত্ব বহাল ও দখলের প্রতিযোগিতায় প্রায়ই এই দুই তারকার নামের পাশে একটি বিশেষণ যোগ হয়েছে, আর সেটি হলে দ্বন্দ্ব। শাবনূর-পূর্ণিমার দ্বন্দ্ব!

একে অপরের সঙ্গে মনোমালিণ্য ও দ্বন্দ্বের গুঞ্জনে প্রায়ই খবরের শিরোনাম হতেন দুজন। তবে এবার ভক্তদের জন্য সব গুঞ্জনের অবসান ঘটালেন বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় দুই অভিনেত্রী। সম্প্রতি দুজনে একসঙ্গে লাইভে এসে চমকে দিয়েছেন সকলকে। আর জানিয়ে দিয়েছেন, কোনো দ্বন্দ্ব নয়, ভালোবাসাই তাদের সম্পর্কের মুল পুঁজি।

পূর্ণিমা সম্প্রতি অস্ট্রেলিয়াতে ঘুরতে গেছেন। দেশটির সিডনি শহরে বর্তমানে বসবাস করেন শাবনূর। সেখানেই মিলিত হয়েছেন এই দুই তারকা। এরপর ভক্তদের সঙ্গে ফেসবুক লাইভে এসে আড্ডাও দিলেন তারা। দীর্ঘদিন পর সামনাসামনি সাক্ষাতে প্রাণ খোলা আড্ডায় একে অপরকে প্রশংসায় ভাসালেন দুজনে। আড্ডার মাঝে শাবনূরের জনপ্রিয়তা ও অভিনয়গুণ নিয়ে ভক্তদের উদ্দেশে মজার এক ঘটনা শোনালেন পূর্ণিমা।

পূর্ণিমা বলেন, ‘আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলি। আপু তখন সুপারডুপার হিট, আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছি না এবং কোনো ছবির ধারে কাছে যেতে পারছি না। যখনই আমি শুটিং করতাম, আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তখন বলতেন— কী এক্সপ্রেশন দাও, শাবনূরের মতো করো। শাবনূরকে নকল করো। শাবনূরকে কপি করো। সবাই বলছে যে, শাবনূরের এক্সপ্রেশন দেখছ? ওর চোখ কথা বলে ঠোট কথা বলে, শাবনূরের পায়ের যোগ্যতা তোমার নাই। আমি তখন বলতাম জ্বি জ্বি, আমি কর্ণারে গিয়ে কান্না করতাম।’

এদিকে পূর্ণিমারও অভিনয়গুণ ও উপস্থাপনার প্রশংসায় ভাসান শাবনূর। সেই সঙ্গে দীর্ঘদিন পর পূর্ণিমার সঙ্গে দেখা হওয়ায় আপ্লুত শাবনূর বলেন, ‘আমি আবেগে আপ্লুত পূর্ণিমাকে দেখে। সত্যি কথা আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওকে দেখে। অনেকদিন পর ওকে দেখে খুব ভালো লাগতেছে।’

এরই মাঝে শাবনূর বলেন, ‘অনেকেই মনে করে আমাদের দুজনের সম্পর্ক দা-কুড়ালের মতো। আসতে কিন্তু তা নয়। আপনাদের ভুল ধারণা, আমাদের দুজনের কিন্তু দা-কুড়াল সম্পর্ক না।’

Advertisement