Homeসব খবরক্রিকেটএবার আইসিসির মাসসেরার তালিকায় তিনে মুশফিক

এবার আইসিসির মাসসেরার তালিকায় তিনে মুশফিক

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে তিন ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করা মুশফিকুর রহিমকে এনে দিয়েছে অনন্য এক স্বীকৃতি।

প্রথম ম্যাচে ৮৪ রানের পর দ্বিতীয় ওয়ানডেতে করেছেন ১২৫ রান। তৃতীয় ওয়ানডেতে ২৮ রানে আউট হয়েছেন মুশফিক। সব মিলিয়ে ২৩৭ রান করে সিরিজের সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি।

সেই সুবাদে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মে মাসের সেরা হওয়ার লড়াইয়ে তার সঙ্গে আছেন হাসান আলি ও প্রাভিন জয়াবিক্রমা। তারা দুজনই বোলার।

গত মাসে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। যেখানে বড় অবদান রেখে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ মনোনীত হলেন মুশফিক। প্রথম দুই ম্যাচেই দলের বিপদে হাল ধরে জয়ের ভিত গড়ে দেন এ তারকা বাটসম্যান।

Advertisement