Homeসব খবরবিনোদন‘একদম গায়ে হাত দেবেন না’

‘একদম গায়ে হাত দেবেন না’

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় নায়িকা দেবলীনা কুমার। ভীষণ ফিটনেস ফ্রিক তার। অসাধারণ অভিনয়ও করেন তিনি। অভিনয়ের পাশাপাশি যেমন ভালোবাসে সাইক্লিং করতে ঠিক তেমনই পছন্দ করেন জিমে গিয়ে শরীরের ঘাম ঝরাতে।-হিন্দুস্তান টাইমস

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেবলীনা কুমারের একটি ভিডিও পোস্ট করেছেন মীর আফসার আলি। আবার মূহুর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মধ্যে। ভিডিওর ক্যাপশনে মীর লিখলেন, ভাইফোঁটার দিনও এরকম নির্মম কি করে হতে পারে @fitnesscoach_arijeet??? দেবলীনা কুমার তুমি রকস্টার। আমার সব সহমর্মিতা তোমার সঙ্গে রইল। মীরের জবাবে দেবলীনা লিখলেন, থ্যাঙ্ক গড এই অত্যাচার তুমি ক্যামেরাবন্দী করেছ।

ভিডিওতে দেখা যাচ্ছে স্লেড পুল করছেন দেবলীনা। আর বারবার বলছেন হবে না। কিন্তু ছাড়তেও রাজী না জিমের ইনস্ট্রাকটর। বারবার হাল ছেড়ে বসে পড়ছেন তিনি, আর টেনে টেনে তুলছে ইনস্ট্রাকটর। আর তখনই ক্যামেরার পিছন থেকে মীর বলে ওঠেন, একদম গায়ে হাত দেবেন না। যমের দুয়ারে দেখছি আমাদেরই কাঁটা দিতে হবে। সঙ্গে দেবলীনাকে পরামর্শ দেন, তুমি এই অত্যাচার থেকে বাঁচতে ফোঁটা দিয়ে দাও ওকে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

Advertisement