Thursday, December 8, 2022
Homeসব খবরবিনোদনআলিয়ার বেবি বাম্প ছুঁতে চান ক্যাটরিনা!

আলিয়ার বেবি বাম্প ছুঁতে চান ক্যাটরিনা!

প্রিয় বন্ধুর বেবি বাম্প ছুঁয়ে দেখতে চান আরেক তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলি পাড়ার হবু মা আলিয়া ভাট। চলতি মাসের ২০ থেকে ৩০ তারিখের মধ্যেই সন্তানের জন্ম দেবেন তিনি।

আপাতত ‘ফোনভূত’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ক্যাটরিনা। সম্প্রতি এক অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়, হবু মা আলিয়া ভাটের সঙ্গে দেখা হলে কী করবেন? জবাবে ক্যাট জানান, তার (আলিয়া) বেবি বাম্প ছুঁয়ে দেখতে চাই।

অবশ্য সেখানে আলিয়ার প্রসঙ্গ টানার পেছনে মূল কারণ হলো তার স্বামী রণবীর কাপুর। বলিউডের এ নায়কের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন ক্যাটরিনা। তাদের প্রেমের বিষয়ে জানেন না, এমন অনুরাগী খুঁজে পাওয়া মুশকিল।

Advertisement