Homeসব খবরবিনোদনআমি মনে করি সুলতান’স ডাইনকে ষ’ড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে...

আমি মনে করি সুলতান’স ডাইনকে ষ’ড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে : ওমর সানী

বেশ কয়েকদিন ধরে সুলতান’স ডাইনের কাচ্চি নিয়ে চলছে নানা জনের নানা কথা। রাজধানীর সুলতান’স ডাইন নামের একটি রেস্তোরাঁর বিরুদ্ধে কাচ্চি বিরিয়ানিতে খাসির মাং/সের বদলে অন্য প্রাণীর মাং/স দেয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

এবার তা নিয়ে অভিমত জানালেন চিত্রনায়ক ওমর সানী। বৃহস্পতিবার মধ্যরাতে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ওমর সানী লেখেন, ‘‘সুলতান’স ডাইন, একটা প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট একটি স্ক্যান্ডা/ল হয়েছে যে, বিড়াল-কুকুরের মাং/স তারা ব্যবহার করছে। সেই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে আমার কোনো পরিচয় নেই আমি কখনো যাইনি। কিন্তু তাদের খাবার খেয়েছি। এটুকু বলতে পারি একজন মালিক কখনোই এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না।’

তিনি লেখেন, ‘‘আমি মনে করি একটা ষড়য/ন্ত্রের বেড়াজালে সুলতান’স ডাইন। এই ধরনের হে/নস্থাকারী চিহ্নিত হয়েছে বাংলার মাটিতে অজস্র বার। আমি কারো সাপোর্ট করব না, সত্যের পক্ষে আছি মিথ্যের বিপক্ষে, আল্লাহ হেফাজত করুন সবাইকে।’

এদিকে, এমন পোস্টের কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ওমর সানী। তাদের কেউ কেউ মনে করছেন, অভিনেতার নিজেরও রেস্টুরেন্ট ব্যবসা আছে বলেই তার এমন অভিমত। যদিও ওমর সানী সরাসরি রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত না।

তবে তার ছেলে ফারদিন এহসানের রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে। রাজধানীর গুলশানে ‘চাপওয়ালা’ নামে একটি রেস্টুরেন্ট রয়েছে তার। সেই রেস্টুরেন্টকে কেন্দ্র করে মাঝে মধ্যেই ফেসবুকে পোস্ট দেন ওমর সানী।

Advertisement