Monday, September 26, 2022
Homeসব খবরক্রিকেট`আমরা সিরিজ জিতেছে কিন্তু আমার কাছে মনে হয় না...

`আমরা সিরিজ জিতেছে কিন্তু আমার কাছে মনে হয় না আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি’

সিরিজ জিতেও মোটেও খুশি নন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের সামনে টার্গেট ছিল হোয়াইট ওয়াশের।

শেষ ম্যাচের আগে দুই দফায় তামিম বলেছিলেন, সিরিজ জিতলেও নিখুঁত একটি ম্যাচ খেলার অপেক্ষায় আছেন তারা। শেষ ম্যাচে উল্টো সঙ্গী হয়েছে হার। অধিনায়কের মতে, তাই অপূর্ণতা নিয়েই শেষ হয়েছে সিরিজ।

“প্রথম থেকেই বলছি, আমরা সিরিজ জিতেছি। কিন্তু মনে হয়নি যে খুব ভালো খেলেছি। গত ম্যাচের পর ও আজকের ম্যাচের আগে যা বলেছিলাম, আমরা সিরিজ জিতেছি কিন্তু পরিপূর্ণ একটি ম্যাচ খেলতে পারিনি।

“সিরিজজুড়ে আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি আমরা। সৌভাগ্যবশত আমরা সিরিজ জিতেছি। সিরিজ জয়ের পর বলতে পারি, অনেক জায়গা আছে, যেগুলো নিয়ে আমাদের গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।”

Advertisement