Homeসব খবরজাতীয়আমরা রাজপথের পুরাতন খেলোয়াড় : ওবায়দুল কাদের

আমরা রাজপথের পুরাতন খেলোয়াড় : ওবায়দুল কাদের

সোমবার (৮ আগস্ট) সকালে বনানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনের নামে বিএনপিসহ বিরোধী দলগুলো ধ্বংসা’ত্মক কর্মসূচি পালন করলে পরিণাম ভয়া’বহ হবে। আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়। বিএনপি তো এই পথে নতুন। আসুন রাজপথে মোকাবেলা হবে, ফয়সালা হবে। কিন্তু আগু’ন নিয়ে খেলতে আসলে পরিণাম হবে ভ’য়াবহ।

তিনি আরও বলেন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহীয়সী নারী ছিলেন। তার মতো প্রজ্ঞা ও ধৈর্যশীল নারী না থাকলে একটি জাতিকে স্বাধীনতা এনে দেওয়া বঙ্গবন্ধুর জন্য দুরূহ হতো।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের পক্ষ থেকে বঙ্গমাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এ সময় কেন্দ্রীয় নেতাদের উপস্থিততে বঙ্গমাতাসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Advertisement