Homeসব খবরআন্তর্জাতিকআকরিক লোহার দাম আরও কমলো

আকরিক লোহার দাম আরও কমলো

আকরিক লোহার সরবরাহ মূল্য আরও হ্রাস পেয়েছে। চীনের সম্পত্তি খাতে এখনও মন্দা বিরাজ করছে। এতে সেই সেক্টরে বিনিয়োগে অনুৎসাহিত হচ্ছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় দেশটির অভ্যন্তরে আকরিক লোহার ব্যাপক সরবরাহ বেড়েছে। সেই সঙ্গে চাহিদা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আসছে জানুয়ারির সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২৩ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ৮৬৬ দশমিক ৫ ইউয়ান বা ১১৮ ডলার ৭৮ সেন্টে।

আগের কার্যদিবসে (সোমবার) লৌহ আকরিকের দাম কমেছিল শূন্য দশমিক ২ শতাংশ। মেট্রিক টনপ্রতি দাম স্থির হয়েছিল ৮৭১ দশমিক ৫০ ইউয়ান বা ১১৯ ডলার ৫৩ সেন্টে। একই কর্মদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে ইস্পাত তৈরির মূল উপকরণের বেঞ্চমার্কের আগামী অক্টোবরের চুক্তি মূল্য কমেছে ১ দশমিক ৪৯ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর স্থির হয়েছে ১১৯ ডলার ৯৫ সেন্টে। পূর্বের দিন যা ছিল ১২১ ডলার ৯০ সেন্ট।

বেইজিং-ভিত্তিক সিনোস্টিল ফিউচার্সের বিশ্লেষক চেঙ পেঙ বলেন, কিছুদিন আগে আকরিক লোহার দাম সর্বোচ্চ স্তরে উঠেছিল। সেখান থেকে কঠিন ধাতুটির দর কমছে।

চলতি বছরের প্রথম ৮ মাসে চীনের অভ্যন্তরে ৬৫৯ দশমিক ১৭ মিলিয়ন টন আকরিক লোহা সরবরাহ করা হয়েছে। ২০২২ সালের একই সময়ের চেয়ে যা ৭ শতাংশ বেশি। শক্ত ধাতুটির দরপতনে যা ভূমিকা পালন করেছে।

চীনা প্রোপার্টি ডেভেলপার কাউন্ট্রি গার্ডেন ২০০৭ ধুঁকছে। এভারগ্রান্ডে গ্রুপ ৩৩৩৩ সংগ্রাম করছে। এইচকে গ্রুপের শেয়ার ২৫ শতাংশ পতন হয়েছে। ঋণ ঝামেলায়ও পড়েছে সেগুলো। এতে স্পষ্ট দেশটির নির্মাণ খাতে অস্থিরতা বিরাজ করছে।

সূত্র: চ্যানেল২৪।

Advertisement