Homeসব খবরবিনোদনঅস্ট্রেলিয়ায় ছিনতাই, বাস্তবে শহীদুজ্জামান সেলিমের সঙ্গে মিলে যায় যে...

অস্ট্রেলিয়ায় ছিনতাই, বাস্তবে শহীদুজ্জামান সেলিমের সঙ্গে মিলে যায় যে ঘটনা

সম্প্রতি শেষ হলো শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্ম ‌‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’র দৃশ্যধারণ। এতে নিজের জীবনে ঘটে যাওয়া সত্য একটি ঘটনাকে পর্দায় তুলে এনেছেন তিনি। যেখানে কেন্দ্রীয় চরিত্রে আছেন মেধাবী অভিনেতা শহীদুজ্জামান সেলিম। এমনকি গল্পটি মিলে যায় তাঁর জীবনের সঙ্গেও।

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করা তাঁর মেয়ের জীবনের একটি ঘটনা তাঁকে এই সিনেমাটি নির্মাণে তাগিদ দিয়েছে। একদিন রাতে সিডনি থেকে মেয়ে তাঁকে ফোন করে বললেন, ‘বাবা, কেউ আমাকে ফলো করছে, তুমি আমার সঙ্গে কথা বলতে থাকো।’ শিহাব জানান, ভীষণ চিন্তিত আর নিরুপায় এক বাবা হয়ে সেদিন তিনি মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে থাকেন, যতক্ষণ না তাঁর মেয়ে নিজেকে বিপদমুক্ত মনে করেন।

এতে বাবার চরিত্রটি করার কথা ছিল গুণী অভিনেতা আফজাল হোসেনের। কিন্তু শুটিং শুরুর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। শেষমেশ সেই চরিত্রে অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম। সম্প্রতি দেশেই শুটিং হয়েছে তাঁর অংশের। মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’খ্যাত অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

এভাবে অভিনেতার বদল ঘটায়, কোনো ধরনের সমস্যায় পড়তে হয়েছে কিনা জানতে চাইলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে শিহাব শাহীন বললেন, ‘সমস্যা হয়নি কোনো। আফজাল ভাই অসুস্থ হওয়ায় চরিত্রটি সেলিম ভাই করেছেন। তিনি খুব ভালো করেছেন।’

নির্মাতা জানালেন, গল্পের চরিত্রটি শহীদুজ্জামান সেলিমের সঙ্গেও মিলে যায়। বললেন, ‘সেলিম ভাইয়ের এক মেয়েও অস্ট্রেলিয়ায় থাকে। অস্ট্রেলিয়ায় সেও ছিনতাইকারীর কবলে পড়েছিল। ফলে সেলিম ওই চরিত্রটির সঙ্গে খুব ভালোভাবে রিলেট করতে পেরেছেন। বলা যায়, চরিত্রটি তাঁর সঙ্গে মিলে গিয়েছিল।’

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় শুরু হয় ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’র দৃশ্যধারণ। সেখানে টানা চারদিন শুটের পর দেশে ফেরেন নির্মাতা ও তাঁর টিম। এরপর ৫ সেপ্টেম্বর থেকে দেশে শুটিং করার কথা থাকলেও হঠাৎ করে আফজাল হোসেন অসুস্থ হয়ে যাওয়ায় সেটি বাতিল করা হয়। এরপর কিছুদিন অপেক্ষা শেষে গত ৮ নভেম্বর শহীদুজ্জামান সেলিমকে নিয়ে পুনরায় শুটিং শুরু হয়।

জানা যায়, বর্তমানে সম্পাদনার টেবিলে আছে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। আগামী ২৩ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে প্রচারে আসবে এটি।

অন্যদিকে, নির্মাতা শিহাব শাহীন অস্ট্রেলিয়ায় শুটিং করেছেন চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ‌‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামে আরও একটি ওয়েব ফিল্মের। যেখানে তাসনিয়া ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। এছাড়াও শোনা যাচ্ছে, শিগগিরই আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে নিয়ে নতুন একটি সিনেমার কাজ শুরু করবেন শিহাব শাহীন। তবে এ বিষয়ে এখনই কোনো কিছু বলার সময় হয়নি বলে জানান তিনি।

সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি।

Advertisement