Homeসব খবরবিনোদনঅভিনেত্রী ফারিণের ভিডিও ভাইরাল!

অভিনেত্রী ফারিণের ভিডিও ভাইরাল!

অভিনয়ের পাশাপাশি যে তিনি ভালো গান গাইতে পারেন তা হয়তো খুব কম মানুষই জানতেন। এবার সবাইকে জানিয়ে দিলেন জনপ্রিয় গীতিকার কবির বকুল। টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার ভিন্নভাবে পরিচিত করলেন নিজেকে। মাত্র ৪৯ সেকেন্ডের এক ভিডিওতেই মানুষের মন জয় করে নিয়েছেন এই অভিনেত্রী।

গত সোমবার (২০ ফেব্রুয়ারি) তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেখা মেলে গায়িকা ফারিণের। ভিডিওটি মাত্র ৪৯ সেকেন্ডের হলেও ভক্তদের মনে দাগ কেটেছে বেশ। ভিডিওতে বলা চলে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, ‘অভিনেত্রী হারমোনিয়াম বাজিয়ে মনখুলে চোখবুজে হাসতে হাসতে গাইছেন অতুলনীয় সেই নজরুলগীতি ‘এ কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী’। তার গান শুনে, বাজানো দেখে- বলা মুশকিল; তিনি ভুলকরে অভিনয়ে নামেননি তো!’ এরপরেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। প্রশংসা কুড়াচ্ছেন সবার।

ফারিণ অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’র দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ডিসেম্বরে। ওটিটি প্ল্যাটফর্মে এছাড়া ‘আরও এক পৃথিবী’ শিরোনামের কলকাতার একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে সেটি।

এদিকে, গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন ছোটপর্দার সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে তিনি ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

গত বুধবার (২২ ফেব্রুয়ারি) ফারিণ তার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেন। সেই আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডিতে প্রকাশ করে ফারিণ ক্যাপশনে লেখেন, ‘ফাইনালি বিবিএ গ্র্যাজুয়েট। ’

বর্তমানে টিভি নাটকে কাজ কমিয়ে দিয়েছেন লাস্যময়ী তাসনিয়া ফারিণ। তার ব্যস্ততা এখন ওটিটিতে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে কাজ করার পর সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘কারাগার’ ওয়েব সিরিজের দুই পার্টেই নজর কাড়েন এই অভিনেত্রী। দেশের বাইরে সিনেমার মাধ্যমে ইতোমধ্যেই বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিণের। গত ৩ ফেব্রুয়ারি তার অভিনীত কলকাতার সিনেমা ‘আরও এক পৃথিবী’ মুক্তি পেয়েছে।

অতনু ঘোষের পরিচালনায় এতে আরও অভিনয় করেন কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্যসহ অনেকে। শিগগির হিন্দি সিনেমাতেও অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের এই সম্ভাবনাময়ী অভিনেত্রী।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

Advertisement