Homeসব খবরবিনোদনঅবশেষে ওটিটিতে মাহি

অবশেষে ওটিটিতে মাহি

এবার ওটিটি প্ল্যাটফর্মে নাম লেখালেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। চলতি সময়ে যাদের নাটকে অল্প সময়েই ভিউ বাড়তে থাকে তাদের মধ্যে অন্যতম তিনি। নির্মাতা বা দর্শক মহলে তার চাহিদা দিন দিন বাড়ছে।

প্রথমবার তিনি ওয়েব সিরিজে অভিনয় করলেন। বাশার জর্জিস পরিচালিত ‘ওভারট্রাম্প’ ওয়েব সিরিজে দেখা মিলবে তার। চরকিতে প্রচার হতে যাওয়া এ সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রাখলেন এ সুন্দরী। কাজটি প্রসঙ্গে মাহি বলেন, ‘এবারই প্রথম ওয়েবে কাজ করলাম। চ্যালেঞ্জিং চরিত্র ছিল। চঞ্চল চৌধুরী, মোস্তফা মনোয়ারের মতো অভিনেতাদের সাথে কাজ করেছি। কাজটির জন্য রিহার্সেল করেছি। অনেকদিন সময় দিয়েছি। সবমিলিয়ে ভালো অভিজ্ঞতা হয়েছে।’

এ সিরিজে আছেন আশনা হাবিব ভাবনাও। তবে তার সাথে কোনো দৃশ্যে দেখা যাবে না বলে জানালেন মাহি। নাটকের অভিজ্ঞতার চেয়ে ওয়েবে কাজের অভিজ্ঞতা আলাদা।

মাহি জানান, নাটকে কাজের জন্য সময় পাওয়া যায় না। কম সময়ে একটি নাটকের কাজ শেষ করা হয়। সে জায়গায় ওয়েবের কাজ করতে গিয়ে বেশ সময় মিলে। একটি চরিত্রের জন্য প্রস্তুতি নিয়ে কাজ করা যায়।

সম্প্রতি মাহিকে প্রতিশ্রুতিশীল নবাগতার সম্মাননা দিয়েছে বাইফা। পুরস্কার প্রসঙ্গে তিনি জানান, অ্যাওয়ার্ড আমাকে অনুপ্রেরণা যোগায়। একেকটি সম্মাননা সামনের দিকে এগিয়ে যেতে উত্সাহ দেয়। যাতে করে অভিনয় দক্ষতা আরও বাড়াতে পারি। নিজের কাজে মনোনিবেশ করতে পারি।

মাহি জানান, আপাতত সিনেমায় কাজ করছি না। যখন কাজ করব সবাই জানতে পারবে। এখন ঈদের কাজগুলো করছি। ক’দিন আগেই কুয়াকাটায় চার দিন কাজ করে এলাম। এরপর বেড়িবাঁধের ওদিকে কাজ করলাম। ঢাকার বাইরেই শুটিং করা হচ্ছে। এ সময়ে ঈদের কাজগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে।

প্রসঙ্গত, একটি রিয়েলিটি শো’র মাধ্যমে শোবিজে পা রাখেন সামিরা খান মাহি। মডেলিংয়ে সুপরিচিত মাহি বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট ও বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন নিয়মিত।

Advertisement